Wed. Oct 15th, 2025
Advertisements

34kরাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন।
আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত এ আদেশ দেন।
গত ২৬ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে সন্দেহভাজন নঢ জঙ্গি মারা যায়। এছাড়া একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি করে পুলিশ।
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এই মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
এরপর এই মামলার এজাহার ঢাকা সিএমএম আদালতে দাখিল করা হয়। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত।
আজ ধার্য দিনে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় তদন্ত কর্মকর্তাকে সময় দিয়ে আগামী ৩১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেন আদালত।