Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জিয়া খানকে খুন করা হয়েছিল!বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুরহস্য নতুন দিকে মোড় নিয়েছে। তাকে থুন করা হয়েছে বলে জিয়ার মা রাবিয়া খানের নিয়োগ করা ব্রিটিশ এক ফরেন্সিক এক্সপার্ট দাবি করেছেন।

তিন বছর আগে মারা যান বলিউডের এই উঠতি অভিনেত্রী। জিয়া খান আত্মহত্যা করেছিলেন বলে তদন্তে দাবি করেছিল পুলিশ। সম্প্রতি সিবি আইও এই অভিনেত্রীকে খুন করার অভিযোগ খারিজ করে দিয়ে আত্মহত্যা তত্ত্বেই সিলমোহর দিয়েছে।
তবে জিয়ার মায়ের নিয়োগ করা ওই এক্সপার্টের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে জিয়াকে। তার এই দাবিতে নতুন দিকে মোড় নিয়েছে জিয়ার মৃত্য রহস্য।
ফরেন্সিক এক্সপার্টের দেয়া রিপোর্টটি বুধবার জিয়ার মা মুম্বাইয়ের একটি সিটি সেশন কোর্টে জমা দেবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুন মারা যান জিয়া খান। তার মৃত্যুতে বলিউডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কারণ অভিনেতা আদিত্য পাঞ্চলির ছেলে সুরজের সঙ্গে জিয়ার সম্পর্ক ছিল। ফলে এই ঘটনায় সুরজের নামও জড়িয়ে যায়। পরবর্তী সময়ে মেয়ের মৃত্যুতে সিবি আই তদন্তের দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন জিয়ার মা রাবিয়া।
গত বছর ডিসেম্বর মাসে সুরজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আনে সিবি আই। জিয়া খানের মা রাবিয়া খান বরাবরই দাবি করেছেন, তার মেয়েকে খুন করা হয়েছিল। কিন্তু তদন্ত চলাকালীন সরকারি ফরেন্সিক বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, জিয়াকে খুন করা হয়েছে বলে কোনো প্রমাণ নেই। গতমাসে বম্বে হাইকোর্টে সিবি আই-ও জিয়া খান আত্মহত্যা করেছেন বলে দাবি করে।
তাই সরকারি তদন্তে আস্থা না রেখে জিয়ার মৃত্যুর তদন্ত করার জন্য জেসন পেইন জেমস নামের এক ব্রিটিশ ফরেন্সিক এক্সপার্টকে নিয়োগ করেছিলেন তার মা রাবিয়া।
তিনি দাবি করেছেন, জিয়ার মৃতদেহের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন ছিল। যা প্রমাণ করে তাকে খুনই করা হয়েছিল। জিয়ার মেডিকেল এবং ময়নাতদন্তের রিপোর্ট পড়া ছাড়াও জিয়ার মৃতদেহের ছবি খতিয়ে দেখেন তিনি।