গতকাল থেকে এখন পর্যন্ত পিট ও জোলির ডিভোর্সের বিষয়টি বিশ্ব মিডিয়ার সবচেয়ে আলোচিত সংবাদে পরিণত হয়েছে। কারণ তাদের হলিউডের ইতিহাসের অন্যতম সেরা জুটি মানা হতো। কিন্তু সেই জুটিতেই এবার ভাঙন!
বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছেন না তাদের ভক্তরা। জোলি কেবল জানিয়েছেন, কিছু সম্পর্ক রক্ষার জন্যই এই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ তাদের এই ডিভোর্সের আসল রহস্য উদঘাটনের চেষ্টাও করছেন মিডিয়াকর্মীরা। আর তার ধারাবাহিকতায় কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপই বেরিয়ে আসলো। ব্র্যাড পিটের পরকীয়ার কারণেই তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন জোলি।
‘এলাইড‘ ছবির কাজ নিয়ে গত কিছুদিন ধরে ব্যস্ত রয়েছেন ব্র্যাড পিট। এ ছবিতে তার নায়িকা ফ্রান্সের অভিনেত্রী ম্যারিয়ন কটিলার্ড। ছবির শুটিং করতে গিয়েই ম্যারিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন পিট। আর বিষয়টি আঁচ করতে পারেন জোলি। গত বেশ কিছু দিন ধরেই জোলি পিট ও ম্যারিয়নের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হকে গোয়েন্দাও নিযুক্ত করেন। আর এর মাধ্যমেই তিনি নিশ্চিত হন যে পিটের সঙ্গে ম্যারিয়ানের সম্পর্ক রয়েছে। আর সে কারণেই পিটকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন জোলি। তবে ম্যারিয়ন জানিয়েছেন, তার অন্য একটি সম্পর্ক রয়েছে।
সুতরাং, পিটের সঙ্গে সম্পর্কে জড়ানোর প্রশ্নই উঠে না। এ বিষয়ে অবশ্য পিটের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জোলি এখনও তার সিদ্ধান্তে অটল রয়েছেন। অর্থাৎ ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন নিয়েই এখন ব্যস্ত রয়েছেন তিনি।