Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: হলিউডের প্রভাবশালী তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের সংসার ভাঙছে। অভিনেত্রী জোলি বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন। গত সোমবার জোলির আইনজীবী রবার্ট অফার এ খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।
এরপর থেকেই সামাজীক যোগাযোগ মাধ্যমগুলোতো আলোচনার বিষয় এই অভিনেত্রী দম্পত্তি। জেনিফার অ্যানিস্টনের হাতে বিবাহবিচ্ছেদের কাগজ ধরিয়ে দিয়ে অ্যাঞ্জেলিনার সাথে সংসার শুরু করেন হলিউড তারকা ব্র্যাড পিট।
২০০৪ সালে জোলির সাথে সম্পর্ক শুরু ব্র্যাডের এবং ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার এ বিশ্বাসঘাতকতায় তখন বেশ মুষড়ে পড়েছিলেন অ্যানিস্টন। দীর্ঘদিন ধরে আর কারো সাথে সম্পর্কে জড়াননি তিনি। যার জন্য ব্র্যাড সংসারত্যাগী হয়েছিলেন সেই জোলিই এবার ডিভোর্সের কাগজটা তার হাতে ধরিয়েছেন।
জেনিফার অ্যানিস্টন প্রাক্তন স্বামীর নাম না করেই বলেছেন, এটা ওর কৃতকর্মের ফল! অ্যানিস্টনের এক ঘনিষ্ঠ বন্ধু আরো কয়েকটি বিস্ফোরক কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। বলেছেন, জেনিফার সব সময়ই বলত ব্র্যাডের সঙ্গে কিছু একটা খারাপ হবে! এবার সেই কথা মিলে গেল!
পাশাপাশি অ্যাঞ্জেলিনাকে নিয়েও না কি তিনি বলেছিলেন, ‘’অ্যাঞ্জেলিনা মোটেই ব্র্যাডের উপযুক্ত নয়! ওকে বিয়ে করার ফল ব্র্যাডকে ভুগতেই হবে!”
আর এসব কারণেই জেনিফার অ্যানিস্টনকে নিয়ে ইন্টারনেট এখন উত্তাল হয়েছে । সংবাদ মাধ্যমের কল্যাণে দ্রুত ছড়িয়ে পড়েছে ব্র্যাঞ্জেলিনার সংসার নিয়ে অ্যানিস্টনের এমন মন্তব্য। আর ফল স্বরুপ হরেক জিফ ছবিতে ভরে গেছে ইন্টারনেট! ভক্তদের শেয়ার করা এসব ছবির মূল প্রতিপাদ্য একই- কীভাবে ব্র্যাঞ্জেলিনার এই বিবাহবিচ্ছেদ উপভোগ করছেন অ্যানিস্টন।