Fri. Sep 12th, 2025
Advertisements

9খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি এএইচএমবি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে জানিয়েন আইনমন্ত্রী আনিসুল হক। কানাডার সাংবিধানিক জটিলতা পেরিয়ে এই খুনিকে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউট মিলনায়নে ১৩০তম যুগ্ম জেলা জজ পদমর্যাদা সম্পন্ন বিচারবিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘কানাডার সাংবিধানিক বাধা স্বত্ত্বেও তাকে ফিরিয়ে আনা সম্ভব। একটু আশার আলো আছে বলেই এ ব্যাপারে আলোচনা চলছে।’
নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে সম্প্রতি দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।