Tue. Oct 28th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: কক্সবাজার টেকনাফ উপজেলা থেকে ৯লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড পূর্বজোনের একটি টিম। উদ্ধারকৃত ইয়াবাগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

মঙ্গলবার রাতে শাহাপুরি দ্বীপের কাছে একটি নৌকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করে বর্তাসংস্থা এনবিএসকে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত কাল রাতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন অভিযান চালিয়ে একটি ডিঙ্গী নৌকা থেকে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। যার বর্তমান বাজার মূূল্য প্রায় ৪৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।