Tue. Oct 28th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চোরাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোঃ সেলিম (২৫), মোঃ বাবুল (২৫), মোঃ দেলোয়ার (২২) মোঃ আবু তাহের (২৪)।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মো: মহসিন বর্তা সংস্থা এনবিএসকে জানান, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন যাবত সিএনজি চুরি করে মালকিদের কাছ থেকে টাকা দাবী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরো সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।