Tue. Oct 28th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬:  অসামাজিক কাজে জড়িত থাকায় ৩৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর পতেঙ্গা এলাকার বিভিন্ন গেষ্ট হাউজে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর মাহমুদ বার্তা সংস্থা এনবিএসকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাই পতেঙ্গা নেভাল বীচ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন গেষ্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরো জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।