Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: ডিসেম্বরে পৃথিবীতে আসছে বলিউড তারকা সাইফ-কারিনার প্রথম সন্তান। ‘মাতৃত্ব’ ভীষণ উপভোগ করছেন অভিনেত্রী কারিনা কাপুর খান! আর ফের বাবা হওয়ার আনন্দে খানিকটা উত্তেজিত পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানও। মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছেন শপিংয়ে; নিভৃতে সময়ও কাটাচ্ছেন।

মা হতে যাওয়ার অনুভূতির কথা প্রকাশ্যে জানিয়েছেন কারিনা। সন্তানের কথা ভেবে পাল্টে ফেলেছেন খাদ্যাভ্যাস, পোশাকও।
এবার জন্মের আগেই সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন সাইফ! সম্প্রতি এক টেলিভিশন শো-এ সে তথ্য ফাঁস করলেন কারিনা।
আর এ ব্যাপারে এই তারকা দম্পতিকে নাকি অনুপ্রাণিত করেছেন রানি মুখোপাধ্যায়-আদিত্য চোপড়া ও শহিদ কাপুর-মীরা রাজপুত। যদিও তারা সন্তান জন্মের আগেই নাম রাখেননি; তবে যে পদ্ধতিতে নাম রেখেছেন সেটি নাকি দারুণ পছন্দ হয়েছে! রানি-আদিত্য নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন আদিরা। আর দিন কয়েক আগে শহিদ-মীরা তাদের মেয়ের নাম দিয়েছেন মিশা।
৩৫ বছরের কারিনা বললেন, ‘গোটা বিষয়টা নিয়ে ও খুব মজা পেয়েছে। ও বলেছে, আমরা আমাদের সন্তানের নাম রাখব ‘সাইফিনা’।”
তিনি আরও জানান, কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম শুনে সাইফ নাকি তাকে বলেছিলেন, ‘তোমাকে গর্ভবতী দেখতে দারুণ লাগছে। আমি চাই, তুমি বারবার গর্ভবতী হও।’
আসলে মিডিয়াতে সাইফ-কারিনা পরিচিত ‘সাইফিনা’ নামে। তবে সত্যিই সন্তানের নাম এটাই রাখা হবে কিনা; তা নিশ্চিত করেননি বেবো।
উল্লেখ্য, পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের অক্টোবরে ঘর বাঁধেন সাইফ-কারিনা।