Mon. Oct 27th, 2025
Advertisements

50খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: ময়মনসিংহের ত্রিশালে গতকাল বুধবার পৌর শহরের দরিরামপুর এলাকার বিভিন্ন ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
বুধবার বিকেলে পৌর শহরের দরিরামপুর এলাকার ৪টি মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদুত্তীর্ণ ঔষধ, নিষিদ্ধ কোম্পানীর ঔষধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে জোবেদা মেডিকেল হলকে ২০ হাজার, আজিজ মেডিকেল হলকে ১৫ হাজার ও হায়দার মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আব্দুল্লাহ আল মামুন মামুন, ৪টি দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩টি দোকানকে জরিমানা করা হয়।