Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
144_235041খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬: অনলাইন ডেস্কঃআবার নতুন ধারাবাহিক এবং আবারও নতুন গল্প। আসছে নতুন ধারাবাহিক ‘মেমবউ’। স্টার জলসা-র এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে সৌরভ চক্রবর্তী আকা ইশানকে।

‘আজ আড়ি কাল ভাব’ শেষ হওয়ার পর দর্শকদের কৌতূহল ছিল, এবার নতুন কোন চরিত্রে ডেইলি সোপে ফিরবেন সৌরভ।
‘স্টার জলসা’-র ফেসবুক পেজে নতুন ধারাবাহিকের প্রোমো রিলিজ হওয়ার পরে দর্শকদের একাংশ বেশ উচ্ছ্বসিত। তবে এই ধারাবাহিকের ইউএসপি কিন্তু ঠিক সৌরভ নন, মূল আকর্ষণ কিন্তু লুকিয়ে রয়েছে ধারাবাহিকের গল্পে- ‘বাঙালি ছেলের বিদেশি বউ’। এর আগে ‘বিদেশিনী বধূ’ বা ‘পাশের বাড়ির মেয়ে’ ধারাবাহিকেও এই বিষয়টি নিয়ে চর্চা হয়েছে।
সেদিক থেকে দেখতে গেলে খানিকটা ‘ওল্ড ওয়াইন ইন নিউ বটল’ বলা যেতে পারে এই ধারাবাহিককে। তবে দর্শকের কৌতূহল অবশ্যই থাকবে স্টোরিলাইন নিয়ে— বিদেশিনী কে, কোন দেশের, কীভাবে প্রেম জমবে বাঙালি ছেলের সঙ্গে আর বিয়ের পরের অধ্যায়টিই বা কী দাঁড়াবে, বাঙালিবাবু আর ‘মেমসাহেব’-এর মধ্যে অন্য কোনও দেশি সুন্দরী এসে ত্রিকোণ প্রেম তৈরি করবে কি না ইত্যাদি।
তবে এসব ছাড়াও আরও একটি ব্যাপার রয়েছে। স্টুডিওপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের কিছু পর্বের শুটিং নাকি হবে বিদেশে।