খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : -দুই তারকার মধ্যে নানা বিষয় নিয়ে প্রতিযোগিতার দেখা মেলে পর্দায় অহরহই। একজনের জন্য অন্যজনকে সুযোগ হাতছাড়াও করতে হয়। এতকিছুর পরও তারা বন্ধুই। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক তিক্ততায় গিয়ে পৌঁছায় তখন, যখন একজনের জন্য অন্যজন পথের কাটা হয়ে দাঁড়ান। প্রিয়াঙ্কা আর ঐশ্বরিয়ার মধ্যেও ঘটেছে এমন এক ঘটনা।
আনন্দবাজার পত্রিকা বলছে, কান চলচ্চিত্র উৎসবের পর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল বি-টাউনে। দীর্ঘ দিনের আন্তর্জাতিক কমার্সিয়াল এবার নাকি হাত ছাড়া হতে চলেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। আর ঐশ্বর্যার কাজ হারানোর পেছনে নাকি রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া!
ঐশ্বরিয়া বিগত বেশ কয়েক বছর ধরে একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শুধু ভারতেই নয়, বিদেশেও ওই সংস্থার প্রচারের প্রধান মুখ তিনিই।
সম্প্রতি বি-টাউনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা ঐশ্বরিয়ার সঙ্গে তাদের চুক্তি আর বাড়াতে চাইছে না। তারা নাকি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঐশ্বরিয়ার বদলে প্রিয়াঙ্কা চোপড়াকেই পেতে চাইছে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ইদানীং হলিউডে ভারতীয় অভিনেতা হিসেবে প্রিয়ঙ্কা চোপড়ার জনপ্রিয়তা তুঙ্গে। তুলনায় ঐশ্বরিয়ার বাজার এবং জনপ্রিয়তা এখন অনেকটাই কম।
খবরটা যদি সত্যি হয় তাহলে তা নিঃসন্দেহে বড় অফার প্রিয়াঙ্কার জন্য। একই সঙ্গে বেশ খারাপ খবর ঐশ্বরিয়ার জন্য।