খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের নায়িকা হিসেবে ‘মির্জেয়া’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে মডেল সায়ামি খেরের। কিন্তু এ পর্যন্ত আসতে তাকে কম সংগ্রাম করতে হয়নি। এমনকী মডেলিংয়ের শুরুতে নাকি খারাপ প্রস্তাবও পেয়েছিলেন।
নায়িকা বলছেন, বলিউডে সবে ক্যারিয়ার শুরু করেছি। কিন্তু এক্ষেত্রে মেয়েদের যে সমস্যায় পড়তে হয়, তার সম্বন্ধে আগেই কিছুটা ধারণা ছিল। সেই ধারণাই সত্য হল। মুম্বাইতে মডেলিং করার সময় একটি প্রতিষ্ঠানে কাজ করার বদৌলতে আমাকে খারাপ প্রস্তাব দেওয়া হয়েছিল।
সায়ামি বলেন, ‘এরপরই কাজটা ছেড়ে দিয়েছিলাম, যদিও ওই প্রতিষ্ঠান বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। আমি ফোন ধরিনি।’
‘মির্জেয়া’র নায়িকা আরও বলেন, ‘বলিউডে অভিষেকের আগে অডিশনের জন্য যেতাম বিভিন্ন জায়গায়। সেখানে নোংরা মানসিকতার কিছু কাস্টিং ডিরেক্টরকে দেখেছিলাম।’
সায়ামি জানান, ১৬ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করার সময়ই পারিবারিক বন্ধু সুষমা রেড্ডি তাকে সাবধান করেছিলেন। সুষমা বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে শুরুর অন্তত ১০ বছর অ্যালকোহল নেওয়া ঠিক নয়।’ এমনকী কারও প্রেমে পড়তেও সায়ামিকে বারণ করেছিলেন ওই বন্ধু।
এখনও পর্যন্ত সুষমার কথা নাকি অক্ষরে অক্ষরে পালন করছেন নায়িকা।