খোলা বাজার২৪,সোমবার,০৩ অক্টোবর, ২০১৬ : ১৯৮৫ সালের ২০ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘তিন কন্যা’ ছবিতে তিন কন্যার চরিত্রে অভিনয় করেন বাস্তবের তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। শনিবার সন্ধ্যায় ঢাকার হোটেল ওয়েস্টিনে তিন বোনকে একসঙ্গে দেখে মনে পড়ে গেলো সেই কথা।
ছবিটির গল্পটি ছিল, এক পুলিশ কর্মকর্তার তিন কন্যা। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মালামাল জব্দ করার সময় সন্ত্রাসীদের হাতে মারা যান তিনি। তিন কন্যা হারিয়ে যায় তিন দিকে। তাদের একজন সাংবাদিকের সংসারে, অন্যজন এতিমখানায় এবং আরেক বোন বেড়ে ওঠেন পুলিশ কর্মকর্তার কাছে।
এখানে নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার সাব্বির শওকতের এস ফ্যাশন হাউজ উদ্বোধন করেন সুচন্দা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট উদ্বোধন করেন ববিতা। এরপর ফ্যাশন শোতে শোস্টপার ছিলেন চম্পা।
পারিবারিক অনুষ্ঠান ছাড়া একই আয়োজনে তিন বোনকে সচরাচর পাওয়া যায় না। একসময় তাদের ফ্যাশন ডিজাইনার ছিলেন সাব্বির শওকত। তাই তার ডাকে সাড়া না দিয়ে পারেননি বলে জানালেন দেশের এই তিন চলচ্চিত্র অভিনেত্রী।