Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : বলিউড মাতিয়ে এখন হলিউডে নিয়মিত অভিনয় করছেন ‘দেশী গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকার বিখ্যাত টিভি শো ‘কোয়ান্টিকা’য় অভিনয় করে বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছেন।
এরইমধ্যে হলিউডের ছবি ‘বেওয়াচেও অভিনয় করেছেন তিনি। তবে সেটি এখনও মুক্তির অপেক্ষায়।
মুভি মুক্তি না পেলেও টিভি শো দিয়েই যে প্রিয়াঙ্কা দর্শক হৃদয় জয় করে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
আর এই টিভি শো ‘কোয়ান্টিকা’র একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এমন দৃশ্যে নায়িকাকে আগে কখনও দেখেনি তার ভক্তরা। ভিডিওতে দেখা গেছে প্রিয়াঙ্কার সঙ্গে তার প্রেমিক রায়ান বুথ তথা জেক ম্যাকলফলিনকে। গোটা ভিডিওতেই তুমুল অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা ও রায়ান।
‘কোয়ান্টিকো’র প্রথম সিজনের সঙ্গে দ্বিতীয় সিজনের থিমটি অনেকটাই একরকম। তবুও কিছুটা নিজস্বতা রাখার চেষ্টা করে চলেছন প্রিয়াঙ্কা। তবে আপাতত এই ভিডিও ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে।