খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : ছোট পর্দায় সানি লিওনের সিরিয়াল ‘ভাভি জি ঘর পর হ্যায়’-নিয়ে সমস্যা। শোনা যাচ্ছে, সিরিয়ালের একটা সংলাপ সানি লিওন কিছুতেই বলতে রাজি হচ্ছেন না। যে কারণে পরিচালকের সঙ্গে নাকি কথা কাটাকাটিও হয় সানির। ফলে শ্যুটিংয়ের কাজ ঘণ্টাখানেক পিছিয়েও যায়। সিরিয়ালের বাকি কলাকুশীলবরা এ নিয়ে প্রযোজকের কাছে নাকি অভিযোগও জানিয়েছেন।
কিন্তু কী এমন সংলাপ যা বলতেই চাচ্ছেন না এক সময়ের পর্নো তারকা। সংলাপটা হল ‘সাহি পাকড়া হ্যায়’।
সানি লিওন এই সিরিয়ালে আঙুরি ভাবির চরিত্রে অভিনয় করছেন। আঙুরি ভাবি সিরিয়ালে বারবার এই কথাটা বলবেন।
কিন্তু সানি বলছেন, এই সংলাপটা তিনি বললে আলাদা মানে হবে। চরিত্রের সঙ্গে যাবে না। তাই তিনি এই ডায়লগের পরিবর্তে অন্য কিছুর বলার প্রস্তাবও দিয়েছেন।
তবে সমালোচকরা বলছেন, আসলে ওই কথাটা হিন্দিতে বলতে সানির বেগ পাচ্ছেন,তাই বলতে চাইছেন না। তবে পরে অবশ্য সব ঠিক হয়ে যায়।
গত শুক্রবার সানি লিওনের সিনেমা ‘বেইমান লাভ’ মুক্তি পেয়েছে।