খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ছবি ‘প্রেম কি বুঝিনি’। কয়েক দিন ধরেই ছবিটি নিয়ে নানা অভিযোগের কথা ওঠলেও ছবিটি দেখার জন্য গতকাল মঙ্গলবাল সেন্সর বোর্ডকে নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়।
অবশেষে সব ঝামেলা কাটিয়ে আজ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নিয়ে সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, গতকাল সেন্সরে ছবিটি আমরা দেখেছি। আজ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার ও আব্দুল আজিজ।
এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৭ অক্টোবর ছবিটি মুক্তি দেওয়া হবে। আমরা আনকাট সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। দুই দেশে এক সাথে ছবিটি মুক্তি পাবে। ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে অভিনয় করেছেন ওম, শুভশ্রী, পিয়া, সুপ্রিয়া দত্ত, নাদের চৌধুরী প্রমূখ। পেলে ভট্রাচার্যের চিত্রনাট্যে এ ছবির গানগুলো লিখেছেন প্রিয় চট্রোপাধ্যায় ও প্রসেন। কয়েকদিন আগে এ ছবির প্রচারণার কাজে ঢাকায় এসেছিলেন ছবির মূল অভিনেত্রী শুভশ্রী। ছবির প্রচারণায় এসে শুভশ্রী জানান, এ ছবির মুক্তির জন্য অপেক্ষা করছি। দারুণ প্রেমের একটি ছবি। দূর্গাপূজায় এ ছবিটি বেশ ভালো ব্যবসা করবে বলে আশা করছি।