Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ফাহমিদা নবী ও বেলাল খানের ‘অনুভবে’
 খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: দুর্গা পূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও বেলাল খানের সিঙ্গেলস গানের অ্যালবাম ‘অনুভবে’। সুরঞ্জলি ব্যানারে এই প্রকাশিত হয়েছে।
‘অনুভবে’ শিরোনাম গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে।
গান নিয়ে ফাহমিদা নবী বলেন, গানটি কথা ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। আশা করি গানটি সকলের ভাল লাগবে।
বেলাল খান বলেন, মেলোডি ধাঁচের গানটি সকলের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।
সুর ও সংগীত পরিচালক জেকে বলেন অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি সকলের ভাল লাগলে পরিশ্রম সার্থক হবে।