রামকৃষ্ণ মিশন থেকে তিনি বললেন, ‘ আমার পূজা শুরু হলো। এবারও পরিবারের সবাই মিলে পূজা উদ্যাপন করব। আমার ভক্তদের পূজার শুভেচ্ছা।’
নারায়ণগঞ্জের ছেলে বাপ্পী চৌধুরী। সেখানে বেশ আয়োজন করে উদ্যাপিত হয় দুর্গাপূজা। জানালেন, সেখানকার বেশ কয়েকটি মণ্ডপেও ঘুরবেন এ অভিনেতা।
এদিকে গত রাতে আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান–বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’–তে হাজির হলেন বাপ্পী। কথা বললেন নিজের ছেলেবেলা, পূজার স্মৃতি নিয়ে। শোনালেন অভিনয়জীবনের নানা গল্প।