খোলা বাজার২৪, সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬: আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে ‘ভয়ঙ্কর সুন্দর’।এটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। এরই মধ্যে ছবিটির অনলাইন প্রচারণা শুরু হয়েছে।
ভারতীয় লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এবারই প্রথম বাংলাদেশের ছবিতে দেখা যাবে তাকে। ‘ভয়ঙ্কর সুন্দর’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।ছবিটি প্রসঙ্গে অনিমেষ বলেন, ‘জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেবো। তার আগে আমরা ঢাকঢোল পিটিয়ে অফিসিয়াল পোস্টার, গান ও ট্রেলার ছাড়বো। চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারবো বলে আশা করছি।’
গত বছর মুক্তি পায় অনিমেষ আইচ পরিচালিত প্রথম ছবি ‘জিরো ডিগ্রী’। ‘ভয়ঙ্কর সুন্দর’ হবে তার দ্বিতীয় চলচ্চিত্র।