খোলা বাজার২৪, বৃহস্পতিবার,২০ অক্টোবর, ২০১৬: এবার প্রেমের বাঁধন নামক ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করছেন গাজী জাহাঙ্গীর। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন ছবির শুটিং শুরু হবে।
ছবিটির প্রসঙ্গে মাহি বলেন, ‘প্রেমের গল্পের ছবি এটি। গল্প শুনেই মন ভরে গেছে। তাই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।’ মাহি আরও বলেন, এই পরিচালকের প্রেমের তাজমহল ও জীবন সীমান্তে ছবি দুটি তাঁর পছন্দের।
ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন বাপ্পী। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমাদের প্রথম ছবি ভালোবাসার রঙ থেকে শুরু করে বেশ কয়েকটি প্রেমের ছবিতে আমাকে ও মাহিকে জুটি হিসেবে দর্শকেরা গ্রহণ করেছেন। এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি।’
প্রেমের বাঁধন ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, কাবিলা, রেবেকা প্রমুখ।