ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও টেলিভিশন এন্ড প্রডিউসার গিল্টের প্রেসিডেন্ট মুকেশ ভাটের উপস্থিতিতে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেভেন্দ্র ফাদনাভিস-এর সাথে বৈঠককালে এ কথা জানিয়েছে রাজ থাকেরাই। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চলাকালে কোনো সিনেমা হলে আক্রমণ চালানো হবে না বলেও এ সময় প্রতিশ্রুতি দেন তিনি।
এমএনএস-এর এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা কারান জোহার। ছবিটি উরি হামলায় নিহত সেনাসদস্যদের প্রতি উতসর্গ করার ঘোষণা দিয়েছেন তিনি। ছবির শুরুতে হামলায় নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাতে কিছু ছবি ও উক্তি ব্যবহার করবেন বলে জানিয়েছেন তিনি।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর আয়ের একটি অংশ সেনাকল্যাণ তহবিলে দান করবেন বলেও ভারতের ফিল্ম এন্ড টেলিভিশনের তরফ থেকে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট মুকেশ ভাট।
এমএনএস-এর শর্ত মেনেই মুক্তি দেয়া হচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ২৩ অক্টোবর দিওয়ালিতে নির্ধারিত দিনেই মুক্তি পেতে যাচ্ছে এ ছবিটি।