Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আনুষ্কা শর্মা অভিনীত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। কিন্তু ছবি রিলিজের মাত্র কয়েক দিন আগে বলিউডের স্বনামধন্য এই প্রযোজক-পরিচালক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ছবির নায়িকা আনুষ্কা।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘করণ আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল।’

বিষয়টার সূত্রপাত অবশ্য করেছিলেন করণ নিজেই। দিন কয়েক আগে মুম্বাই ফিল্ম ফেস্টিভালে করণ তার ছবির দুই প্রধান অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুষ্কাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন।

সেখানে সাংবাদিকরা আনুষ্কা সম্পর্কে তার মতামত জানতে চাইলে করণ বলেন, ‘সত্যি বলতে কী, প্রথম দর্শনে আনুষ্কাকে আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি। যখন ‘রব নে বনা দি জোড়ি’র নায়িকা হিসেবে আদিত্য চোপড়া আনুষ্কার ছবি দেখায়, তখন আমি কিছুতেই ওকে নায়িকা হিসেবে মেনে নিতে পারিনি। এমন‌কি, আমি চেয়েছিলাম ওর ক্যারিয়ার শেষ করে দিতে। চেয়েছিলাম যে, আনুষ্কা যেন বলিউডে বেশি দিন টিকতে না পারে।’

সেই সঙ্গে করণ এটাও জানান, আনুষ্কা অভিনীত ‘ব্যান্ড বাজা বারাত’ দেখার পরে তার সম্পর্কে ধারণা বদলায়।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারি, আনুষ্কা একজন দারুণ অভিনেত্রী এবং আমার মনে হয়, আনুষ্কা সম্পর্কে আমার প্রাথমিক ধারণার জন্য ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত।’

এই কথা যখ‌ন বলছেন করণ, তখন পাশেই বসে ছিলেন স্বয়ং আনুষ্কা।

পরে আনুষ্কাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘করণ আমাকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত আমি যে ওর ফিল্মের সেট পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটা আমার সৌভাগ্য বলতে হবে।’

কথাগুলো হাসতে হাসতে বললেও আনুষ্কা আসলে করণের কথায় যথেষ্ট আঘাত পেয়েছিলেন।

মুম্বাই ফিল্ম ফেস্টিভালের ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত দর্শক ও সাংবাদিকরা অবশ্য করণের কথাগুলোকে সৎ স্বীকারোক্তি হিসেবেই নিয়েছেন।

তাদের বক্তব্য, করণের মতো বড় মাপের একজন প্রযোজক-পরিচালক যে এমন সরল স্বীকারোক্তি করেছেন এবং তাও আবার খোদ আনুষ্কার সামনে, এটা করণের স্বচ্ছ মানসিকতারই পরিচায়ক।