Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬:  আমেরিকার টিভি সেলিব্রেটি ও জনপ্রিয় মডেল কাইলি জেনার আবারও আলোচনায় চলে এসেছেন। নিজেকে প্রস্টিটিউট বলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি। অবশ্য নিছকই রসিকতা করেই তিনি নিজেকে ১৯ বছর বয়সী প্রস্টিটিউট বলেছেন। তবে তার এই রিসকতাটাই যেন গোলমেলে পরিস্থিতির সৃষ্টি করেছে।

ঘটনার শুরু একটি টুইটকে কেন্দ্র করে। সেলিব্রেটিদের ফলোয়ারের অভাব নেই। এরমধ্যে অনেকেই আছেন যারা ওইসব মডেলদের পছন্দ করেন না।

এদেরই একজন প্রথমে টুইটার হ্যান্ডেলে টুইট করে লেখেন যে, কাইলিকে দেখতে একজন ১৪ বছর বয়সী প্রস্টিটিউটের মতো। এর উত্তরেই কাইলি লেখেন যে, তিনি মনে করেন, তাকে নাকি ১৯ বছরের প্রস্টিটিউটের মতো দেখতে। আর এই টুইটের পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তাকে ১৪ বছরের প্রস্টিটিউটের মতো দেখতে বলে যিনি কমেন্ট করেছন, তাকে অপমান করার জন্যই কাইলি নিজেকে ১৯ বছরের ‘প্রস্টিটিউট’ বলেন।

এই কথোপকথনের সূত্রপাত হয় কাইলি নিজের একটি লাস্যময়ী ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর। যেখানে তিনি আয়নার সামনে শুধু অন্তর্বাস পরেই একটি সেলফি তোলেন।