Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬:
গত শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছিল করণ জোহরের বহুল আলোচিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। শুরু থেকেই লড়াইয়ে থাকা অজয় দেবগনের ‘শিবে’ সিনেমাকে হারিয়ে বক্স অফিস দখলে নিল রণবীর-ঐশ্বরিয়া-আনুশকা অভিনীত সিনেমাটি।

এর সাফল্য উযযাপনে মূলত বাড়ির লোকজন আর কাছের বন্ধুদের জন্য ঐশ্বরিয়া রাই বচ্চন স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন। এমনিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিলে’ তার অভিনয় দর্শকের প্রশংসা পাওয়ায় ওই স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন তিনি।
কিন্তু সেখানে ঐশ্বরিয়ার বাবা-মা থাকলেও, ছিলেন না বচ্চন পরিবারের কেউই! অথচ আমন্ত্রিত ছিলেন সকলেই। এমনকী অভিষেক বচ্চনকেও দেখা যায়নি স্ক্রিনিংয়ে। অমিতাভ বচ্চন এখন রাম গোপাল বার্মার ‘সরকার থ্রি’য়ের শ্যুটিংয়ে ব্যস্ত। কিন্তু বাড়িতে পুজো থাকায় সেদিন তাড়াতাড়িই ফিরে এসেছিলেন।
স্ক্রিনিংয়ের সময় ছিল পুজোর পরেই। কিন্তু পুজো শেষ হলে কেবল ঐশ্বরিয়াই যান স্ক্রিনিংয়ে। অবশ্য এই ঘটনার ব্যাকগ্রাউন্ড আগে থেকেই তৈরি ছিল। এর আগে ঐশ্বরিয়ার ‘জাজবা’ এবং ‘সর্বজিৎ’ নিয়ে অমিতাভ নিজে বেশ সরব ছিলেন টুইটারে। কিন্তু এই সিনেমা বা পুত্রবধূর অভিনয় নিয়ে কোনও পোস্টই তিনি করেননি। এখনও পর্যন্ত ছবির কোনও স্ক্রিনিংয়েই যাননি বচ্চন-পরিবারের কেউই! এমনকী পরিচালক করণ জোহরের স্পেশ্যাল স্ক্রিনিংয়েও নয়। ট্
রেলার মুক্তি পাওয়ার পর থেকেই জল্পনা ছিল, অমিতাভ-জয়া নাকি রণবীর কাপুরের সঙ্গে পুত্রবধূর অনস্ক্রিন ঘনিষ্টতা পছন্দ করেননি।