Mon. Oct 27th, 2025
Advertisements

6kখোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি পণ্েযর চালান থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান, গার্মেন্টস পণ্েযর ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই চালান ঢাকায় আসে।
“পরে বিমানবন্দরে কার্গো রাখার জায়গা থেকে চালানের ভেতরে লুকানো সোনার বার ও চেইন পাওয়া যায়।”
আহসানুল কবির জানান, উদ্ধার করা ১৩টি সোনার বারের প্রতিটির ওজন এক কেজি করে। এছাড়া পাওয়া গেছে একশ গ্রাম করে ওজনের পাঁচটি সোনার বিস্কুট এবং ৬০০ গ্রাম ওজনের সোনার গয়না।
উদ্ধার করা এই সোনার দাম আনুমানিক সাত কোটি টাকা বলে জানান তিনি।
সহকারী কমিশনার বলেন, “কারা মিথ্যা ঘোষণায় সোনাগুলো পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”