খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: এ মাসেই শুরু হচ্ছে শাকিব এর নবাব ছবির শুটিং। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটিতে অভিনয় করছেন ঢালিউডের সুপার স্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান আগে জানিয়েছিল ছবিটির শুটিং শুরু হবে কলকাতায়।
বিশেষ এক সূত্রে জানা যায় ‘ভ্যালেন্টাইন ডে’ নাম পরিবর্তন করেই ‘নবাব’ নাম দেয়া হয়েছে। ছবির শুটিং এই মাসের ১৬ তারিখ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে। কক্সবাজারে একটি হোটেলে ছবিটির শেষ দৃশ্য দিয়ে শুটিং শুরু হবে। এর পর কলকাতায় এবং পরে থাইল্যান্ডে শুটিং করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ যৌথ প্রযোজনায় শাকিব ও শুভশ্রী’কে নিয়ে ‘ভ্যালেন্টাইন ডে’ ছবিটি করার ঘোষণা দেয় এবং এর শুটিং শুরু হবে কলকাতায় এমনটাই জানা গিয়েছিলো। কিন্তু হঠাৎ করেই এর নাম পরিবর্তন করে নবাব রাখা হয়। জানা যায় ছবিটিতে শাকিব এর নাম নবাব রাখার কারণে এবং ছবির গল্পের সাথে সামঞ্জস্য রেখে নবাব নাম রাখা হয়।
ছবিটির পরিচালনায় থাকবেন জাজের কর্ণধার আবদুল আজিজ ও এস কে মুভিজের জয়দেব মুখার্জি। ছবিটিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করবেন অমিত হাসান, শিবাশানু, রেবেকা, রজতাভ দত্ত সহ আরও অনেকে।