Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

87খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:
ফারহা খানের ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির টাইটেল ট্র্যাকে নায়কের বাড়ির পার্টিতে শেষ একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল শাহরুখ খান আর সালমান খানকে। একসঙ্গে ছবি করার প্রস্তাব যে পরিচালক, প্রযোজকরা দেননি- তা নয়! কে-ই বা চাইবেন না তাদের ছবিতে একসঙ্গে কাজ করুন শাহরুখ, সালমান! শুধু দুই তারকার উপস্থিতিতেই তো বক্স অফিসে বাজিমাত হবে।

দুই তারকাকে দিয়ে একসঙ্গে ছবি করানোর ব্যাপারে বাজিমাত করলেন কবীর খান। তার নতুন ছবি ‘টিউবলাইট’-এ একসঙ্গে অভিনয় করছেন এই দুই খান। তবে অন্যতম প্রিয় অভিনেতা সালমানের কথা ভেবে শাহরুখকে প্রচুর জায়গা ছবিতে ছেড়ে দেননি কবীর। তার ছবিতে শাহরুখ থাকবেন খুব অল্পক্ষণের জন্যই! ঠিক অতিথি শিল্পী হিসেবে নয়। আবার সারা ছবি জুড়েও নয়।
সব মিলিয়ে কবীর খানকে এখন পায় কে! একেই তো ইন্দো-চিন যুদ্ধের পটভূমিতে ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় উঠেছে ‘টিউবলাইট’ নিয়ে। সবাই মুখিয়ে রয়েছেন, এক অন্যরকম সালমান খানকে পর্দায় দেখবেন বলে! এবার তার সঙ্গে যোগ হল শাহরুখ খানের উপস্থিতির বিষয়টিও!