খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:
একজনের সঙ্গে আরেক জনের দেখা নেই। কোনও কথাও হয়না তাদের মধ্যে। তাহলে তাদের সত্যিই বিচ্ছেদ হলো? কথা হচ্ছে সালমান খান এবং তার প্রেমিকা লুলিয়া ভানটুর সম্পর্কে।
লুলিয়াকে তো সালমানের ধারে কাছেও দেখা যাচ্ছে না বেশ কয়েক দিন ধরে। গোয়ায় দিওয়ালিতে খান পরিবারের ফ্যামিলি সেলিব্রেশনেও মিসিং ছিলেন রোমানিয়ান এই মডেল।
শোনা যাচ্ছে তিনি নাকি ভারতেই নেই। ভিসার সমস্যায় ফিরে যেতে হয়েছে তাঁকে। যদিও বলি মহলের একাংশ বলছে, খুব তাড়াতাড়িই সাল্লু মিঞার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরবেন তিনি। আবার কারও মতে, ভাইজান লাগাতার এড়িয়ে চলায় ক্ষুব্ধ লুলিয়া এ সম্পর্ক আর রাখতেই রাজি নন। তাঁকে দেওয়া আজ পর্যন্ত কোনও কমিটমেন্টই নাকি রাখেননি সালমান।
আসল সত্যিটা কী, তা জানেন স্বয়ং লুলিয়া ও সালমান। তবে লুলিয়ার বিভিন্ন টুইট দেখে বি-টাউন ভাঙনেরই ইঙ্গিত পাচ্ছে। সম্প্রতি লুলিয়া টুইট করেছেন, সৃষ্টিকর্তা সকলকে দুটো চোখ, কান, হাত, পা দিয়েছেন। আমাদের শুধুই হৃদয় মেলাতে হবে। ভালবাসা সেলিব্রেট করাই ভাল। এটাই আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহার।