খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ :রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বুধবার যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে মার্কিন জনগণ। রাজনীতিতে আনাড়ি নিউইয়র্কের ধনকুবের এই আবাসন ব্যবসায়ী ডেমোক্রেটিক পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সবচেয়ে যোগ্য প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে হোয়াইট হাউজে প্রবেশের টিকেট লাভ করেন।
অভিবাসী, মুসলিম, আফ্রিকান-আমেরিকানসহ মেক্সিকানদের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করা এই ব্যক্তির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে বিশ্বের অনেকেই বিস্মিত এবং হতভম্ব। হলিউড তারকারাও এর বাইরে নন। কারণ বেশিরভাগ তারকাই এবারের নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন। এমনকি তার প্রচারণায়ও অংশ নিয়েছেন অনেকে। এসব তারকাদের মধ্যে রয়েছেন লেডি গাগা, বিয়ন্স নোয়েলস, কেটি পেরি প্রমুখ। নির্বাচনের ফল জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন তারা। এমনকি যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।
মার্কিন সংগীত তারকা এবং হলিউড অভিনেত্রী লেডি গাগা হিলারি ক্লিনটনের অনুরাগীদের একজন। ট্রাম্পের জয়ের খবরে ক্ষুব্ধ এই তারকা বুধবার সকালে ট্রাম্প টাওয়ারের বাইরে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। এসময় তার হাতে ব্যঙ্গ করে লেখা ‘ট্রাম্পের ঘৃণাকে ভালোবাসি’ প্ল্যাকার্ড ছিল।
এদিকে আরেক সঙ্গীত তারকা কেটি পেরি টুইটারে লিখেন, আমরা কখনোই নীরব হয়ে যাবো না। তিনি আশা করেন, ট্রাম্পের জয় হয়তো নতুন একটি বিজয়ের পথকে উন্মুক্ত করে দিবে। তিনি হিলারির সমর্থকদের অনড় হয়ে বসে থেকে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। এর পরিবর্তে আন্দোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি লিখেন, আমরা এমন একটি জাতি নই, বিদ্বেষ যাদের নেতৃত্ব দেবে।
হলিউড অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা ক্রিস ইভানস টুইটারে লিখেন, আজকের রাতটি আমেরিকার জন্য বিব্রতকর। আমাদের মহান জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য বিদ্বেষ সৃষ্টিকারী একজন ব্যক্তি নির্বাচিত করেছি। আমি বিধ্বস্ত অবস্থায় আছি।
বিখ্যাত মার্কিন কমেডিয়ান, উপস্থাপিকা এবং লেখিকা এলেন ডিজেনেরেস টুইটারে হিলারি ক্লিনটনের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি উল্লেখ করেন, হিলারির বন্ধু হতে পেরে তিনি গর্বিত এবং সম্মানিতবোধ করছেন।
হলিউড তারকা জেসিকা চ্যাস্টেইনের ধারণা, মার্কিনীরা বর্ণবাদ এবং পুরুষ প্রাধান্যমুক্ত হওয়ার যে ভান করে, তা যে কতটা ভ্রান্ত এই নির্বাচনটি তাই চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে। এখন আমরা কি করবো? এই প্রশ্নটিই তিনি সবার সামনে রেখেছেন।