Mon. Oct 27th, 2025
Advertisements

15kখোলা বাজার২৪, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬: ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশের ৭১ লাখ মানুষ এ রোগে ভুগছেন। আর সবচেয়ে বেশি গর্ভবতী মা ও নবজাতকেরা ঝুঁকিতে আছেন।

ডায়াবেটিস সমিতি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে ২০৩০ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে।

মানবদেহে ইনসুলিন হরমোনের অভাব বা কার্যকারিতা হারালে রক্তে বাড়ে গ্লুকোজের পরিমাণ। আর এ অবস্থার নামই ডায়াবেটিস। এর প্রভাবে নিষ্ক্রিয় হতে থাকে হৃদযন্ত্র, ক্ষতিগ্রস্ত হয় কিডনিসহ নানা অঙ্গ-প্রত্যঙ্গ। ভেঙে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। হারিয়ে যেতে পারে দৃষ্টিশক্তি।

দেশে আশঙ্কাজনক ভাবে বাড়ছে ডায়াবেটিসের প্রাদুর্ভাব। এ মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ৭১ লাখ। এর চার লাখই শিশু। গর্ভকালীন সময়ে মা ও নবজাতকের এতে আক্রন্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। চিকিৎসকেরা বলছে, এ রোগের কারণেরই বিশ্বব্যাপী বাড়ছে অন্ধত্বের সংখ্যা।

নিয়মিত শরীরচর্চা ও কায়িক শ্রম রুখে দিতে পারে জটিল এই রোগকে। সেইসঙ্গে জাঙ্ক ফুডের প্রতি কমাতে হবে আসক্তি। সচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ে ডায়াবেটিস সম্পর্কে তথ্য রাখার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।