Mon. Oct 27th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে/উছলে পড়ে আলোৃ।’ হ্যাঁ, চাঁদের এই বাঁধ ভাঙা আলোতে যারা ভিজতে চান, তাদের জন্য উপভোগ্য হবে আজকের রাতটি। কারণ সবচেয়ে বড় চাঁদটি আকাশে হাসবে আজ।

গত প্রায় সত্তর বছরের মধ্যে পৃথিবীর কাছাকাছি এত বড় আর উজ্জ্বল চাঁদ দেখা যায়নি। সুপারমুন নামে এই বড় ও উজ্জ্বলতম চাঁদটি পৃথিবীর খুব কাছে চলে আসায় খালি চোখেই দেখা যাবে।
বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এ সময় চাঁদ ১৪ শতাংশ বড় দেখা যাবে।
আর সেই সাথে আজকের দিনে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে।
এরপর চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত।
পৃথিবী আর চাঁদের মধ্যকার দূরত্ব আজ প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে তবে, এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ।
বিজ্ঞানীরা বলছেন, এমন অবস্থার সৃষ্টি হয় কেবল তখনি, যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী খুব কাছে চলে আসে।
সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।
তবে, আজ সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।