খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
ছোট পর্দার জনপ্রিয় মুখ রাফিয়াত রশীদ মিথিলা। চাকরি ও একমাত্র মেয়ে আইরাকে সময় দেওয়ার পাশাপাশি ভালো চিত্রনাট্য পেলে টিভি পর্দায় তার দেখা পাওয়া যায়। অভিনয়ের ক্যারিয়ারে মিথিলা নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার ‘চিরকুটের শব্দ’ টেলিফিল্মে বাকপ্রতিবন্ধী একটি মেয়ের চরিত্রে দেখা মিলবে মিথিলার। যেখানে তার চরিত্রে নাম জারা।
আসাদুজ্জামান সোহাগের কাহিনির এই নাটকে মিথিলার সহশিল্পী সিয়াম। যার চরিত্রের নাম আদি। নাটকটির পরিচালনা করছেন মেহেদী হাসান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে গতকাল মিথিলা বলেন, ‘এই নাটকটিতে আমার অভিনয় করার কথা ছিল না। পরিচালক আমাকে দুটি চিত্রনাট্য পাঠিয়েছিলেন। আর বলেন, আমার যেটিতে পছন্দ হয় সেটিতেই টেলিফিল্ম নির্মাণ করবেন। চিত্রনাট্য পড়ার পর চরিত্রটা (জারা) আমার খুব ভালো লেগেছে। তাই কাজটি করা। মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়! সে আসলে কথা বলতে পারে না।’
মিথিলাকে নাটকটিতে অভিনয় করতে হয়েছে ইশারা-ইঙ্গিতে। সেজন্য মিথিলার দিক থেকে বিষয়টা বেশ চ্যালেঞ্জিং ছিল। নাটকের জন্য তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। নাটকের প্রতিটি দৃশ্য ধারণ করার আগে মহড়াও করতে হয়েছে। এক্ষেত্রে তাকে সহশিল্পী সিয়াম সহযোগিতা করেছেন। কারণ সিয়াম আগেও এ ধরনের একটি নাটকে অভিনয় করেছিলেন। যেখানে সিয়ামকেও সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল।
মিথিলা বলেন, ‘সাইন ল্যাঙ্গুয়েজ উল্টাপাল্টা দিলে তো হবে না। আমার জন্য অতটা কষ্ট হয় নি। সিয়াম আমাকে বলে দিয়েছে। আর যেহেতু আমি নাচের শিল্পী ছিলাম তাই বিষয়টা আয়ত্ব করা আমার জন্য সহজ ছিল।’
বিশ্ববিদ্যালয়ে একই ক্লাসে পড়ে আদি ও জারা। একটা সময় জারার প্রতি ভালো লাগা তৈরি হয় আদির। কিন্তু আদি জারাকে যা-ই বলে, উত্তর আসে চিরকুটে। কারণ, জারা যে কথা বলতে পারে না। নাটকের গল্প অনেকটাই এরকম।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন- তালহা, বিরহী মোক্তার, নূর হাসানসহ আরও অনেকে। নাটকটি সম্পর্কে নির্মাতা মো. মেহেদী হাসান জনি বলেন, আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য। আমার কাজে সব সময় নতুনত্ব থাকে। মিথিলা ও সিয়াম এই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন। আমি আশা করি দর্শকরা নতুন এই জুটিকে সাদরে গ্রহন করবেন। এটি প্রযোজনা করেছে বিরহী মাল্টিমিডিয়া। আগামী বছর ভালোবাসা দিবসে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।