Mon. Oct 27th, 2025
Advertisements

77খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:
হলিউডে আজকের প্রিয়াংকা হতে কম কাঠখোড় পোহাতে হয়নি তাকে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এমন অনেক অভিজ্ঞতার কথা।

কাজ করতে গিয়ে ভারতীয় হিসেবে তিনি যে হেনস্তা, বৈষম্যের শিকার হবেন, তা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে কাউকে সাহায্য করতে গিয়ে কড়া ধমক খাবেন তা হয়তো কল্পনাও করেননি।
এমনটিই ঘটেছে তার সঙ্গে। খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াংকা জানিয়েছেন, সাহায্য করতে গিয়ে অপমানিত হতে হয়েছে তাকে।
ঘটনা প্রসঙ্গে প্রিয়াংকা জানান, একবার বিমানবন্দরে বেশ কিছু ব্যাগ নিয়ে এক বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান তিনি। জানতে চান, তিনি একটা-দুটো ব্যাগ এগিয়ে দেবেন কি না!
এর উত্তরে কড়া ভাষায় প্রিয়ঙ্কার সাহায্য প্রত্যাখ্যান করেন তিনি। ওই বৃদ্ধা বলেন, আমি নিজেই নিজের কাজ করতে পারবো। তখন কোনো রকমে দু:খিত বলে ছাড়া পান তিনি।
সাহায্যের হাত বাড়িয়ে এমন কোনও পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না প্রিয়াংকা।