Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
অনেকদিন ধরেই জাতীয় দলের বাহিরে শাহরিয়ার নাফিস। প্রতিনিয়ত নিজেকে আগের রুপে নেয়ার চেষ্টা করে জাচ্ছেন এক সময় জাতীয় দলের ধারাবাহিক এই ওপেনার।

এবারের বিপিএলে দারুণ খেলে চলেছেন বরিশাল বুলসের ক্রিকেটার শাহরিয়ার নাফিস। এখন পর্যন্ত এবারের আসরে সবচেয়ে বেশি রানের মালিক তিনি।
চার ম্যাচে করেছেন ১৮৪ রান। বরিশালের একজন অপরিহার্য ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। বরিশালের মতো জাতীয় দলেও এক সময়ে অপরিহার্য ওপেনার ছিলেন নাফিস।
দুদিন আগেই সতীর্থরাসহ সিনিয়ররা প্রশংসায় ভাসিয়েছেন নাফিসকে। এবারের নাফিসের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
আসিফের স্ট্যাটাসটি হুবহু তুল দেয়া হলো-
অপেক্ষার চেয়ে মৃত্যুই শ্রেয়- কোন এক মনীষীর বাণী (সম্ভবত ভলটেয়ার)। উনি মনীষী হতে পারেন, কিন্তু কথাটা ইন্ডিকেট করে আত্মহত্যার দিকে, যা মহাপাপ হিসেবে গণ্য। অপেক্ষার প্রহর যতই দীর্ঘ হউক নিজেকে ততটাই পরিনত এবং সদা প্রস্তুত যোদ্ধা হিসেবে তৈরি করতে হবে। এরিষ্টটল বলেছিলেন পৃথিবী চতুষ্কোন, গ্যালিলিও বলেছিলেন- পৃথিবী গোলাকার । সেদিন মিথ্যের কাছে সত্য হেরেছিলো, মৃত্যুদণ্ড পেলেন গ্যালিলিও, কিন্তু সত্য চেপে রাখা অসম্ভব।
শাহরিয়ার নাফীসের নামটা ঝাপসা হয়ে এসেছিলো এদেশের ক্রিকেটে। খুব অল্প সময় জাতীয় দলকে অনেক দিয়েছে ছেলেটা। ফর্মহীনতা বা কোন কারনে ছিটকে পড়েছিলো দল থেকে। বাংলাদেশ ক্রিকেট দল থেকে একবার বাদ পড়া মানে সুলতানের হেরেমের দাসী হওয়া। নাফীস দাঁতে দাঁত চেপে খেলেই যাচ্ছে। এই বিপিএল অনেক ফোকাসড্, তাই নাফীসকে জাতি আবারো দেখতে পাচ্ছে । অপেক্ষা আর মৃত্যুর মাঝখানে আত্মবিশ্বাসের স্তম্ভ দেয়াল হয়ে দাঁড়িয়েছে, নাফীস তার জ্বলন্ত প্রমাণ।
বরিশাল বুলসের ব্যাপারে আমি আগেই বলেছি, কাগজে কলমে নয়, মাঠেই প্রমাণ হবে পারফর্মেন্স। গরীব দল বুলস, এ দলের রবিনহুড শাহরিয়ার নাফীস । যে কোন পজিশনে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিশ্র“তির আরেক নাম। খুব আবেগী ছেলে, আবেগটাকে জেদে পরিণত করেছে । এই জেদটাই আবার তাকে নিয়ে আসবে টাইগারদের আক্রমনভাগে, আমি আশাবাদী । এঙ ঙঘ ঘঅঋঊঊঝ, এঙ ঙঘ ইটখখঝ ! ভালবাসা অবিরাম।