Sun. Oct 26th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:  37: শিশু শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়কে আনন্দময় করে তুলতে নোয়াখালী পুলিশ কেজি স্কুলে বর্ণিল আয়োজনে ক্লাস কার্নিভাল উদ্যান করা হয়েছে।

বুধবার সকালে বেলুন উড়িয়ে ও ১৫০ পাউন্ডের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পুলিশ সুপার ইলিয়াছ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বদের মুনির ফেরদৌস, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর জেলা সভানেত্রী নাসরিন লায়লা শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে এম জহিরুল ইসলাম ও প্রধান শিক্ষক মোঃ রহমত উল্যাহ। কার্নিভালে শিক্ষার্থী ও শিক্ষকদের সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।