Mon. Oct 27th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:  47 নড়াইলে বৃহস্পতিবার(১৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জেলা এস্তেমা। শহরের মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে এই এস্তেমার আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৮একর এলাকা জুড়ে সুষ্ঠভাবে এস্তেমা সম্পন্নের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে বুধবার সকাল থেকে আসতে শুরু করেছেন মুসল্লীরা। ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই এস্তেমায় ইসলামী জীবনবিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন দেশবরেণ্য আলেমগণ। এস্তেমায় লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করবে। এস্তেমা মাঠে স্থাপন করা হয়েছে পানির লাইন এবং অস্থায়ী ল্যাট্রিন। এছাড়া শতাধিক দোকানপাট ও হোটেল বসেছে পাশ্ববর্তী এলাকায়।
জেলা তবলীগজামাত এস্তেমার আয়োজন করেছে। নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস জানান, মুসল্লীদের জন্য পৌরসভা থেকে চার শতাধিক পানির লাইন তৈরি করা হয়েছে। সদর হাসপাতাল ও পৌরসভা যৌথভাবে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এস্তেমা মাঠে মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য রেডক্রিসেন্ট সোসাইটি এবং নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিরাপত্তার জন্য এস্তেমা মাঠে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন থাকবে।