Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬:
রূপকথার কাহিনীটি বহুকালের পুরোনো, তারপরও ভালোবাসার আখ্যানে এই গল্প এখনো অবস্থান করে শীর্ষে। বলছি ‘দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ বা ‘সুন্দরী ও পশু’র গল্পের কথা। পুরোনো এই গল্প থেকে নতুন করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসছে হলিউডের প্রভাবশালী নির্মাণ সংস্থা ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ম্যানডেভিল ফিল্মস। মুভিফোনের খবরে জানা গেল, ছবিটির ট্রেইলার মুক্তির একদিনের মধ্যেই গড়েছে নতুন রেকর্ড।

তুমুল আলোচনা চলছিল এই ছবি নিয়ে। কাজেই ট্রেইলার মুক্তির সঙ্গে সঙ্গে সবাই যে ঝাঁপিয়ে পড়বে, এ কথা জানাই ছিল। তবে মুক্তির একদিনের মধ্যেই সাড়ে ১৩ কোটির বেশি ভিউ, এ যেন অবিশ্বাস্য! এর আগে ইরোটিক থ্রিলার ‘ফিফটি শেডস অব গ্রে’র সিক্যুয়েল ‘ফিফটি শেডস ডার্কার’-এর দখলে ছিল এ রেকর্ড। একদিনের মধ্যে প্রায় সাড়ে ১১ কোটিবার দেখা হয়েছিল এই ছবির ট্রেইলার। সেটি মুক্তি পেয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে।
‘দ্য বিউটি অ্যান্ড বিস্ট’ ছবিতে ‘সুন্দরী’ চরিত্রে দেখা যাবে এমা ওয়াটসনকে। ‘পশু’ ভূমিকায় তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ড্যান স্টিভেন্স। নতুন করে চিত্রনাট্য সাজিয়েছেন স্টিফেন চবস্কি ও এভান স্পিলোতোপুলাস। পরিচালকের আসনে রয়েছেন ‘মিস্টার হোমস’, ‘দ্য টোয়াইলাইট সাগা-ব্রেকিং ডন ১, ২’ খ্যাত বিল কন্ডোন। আগামী বছরের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।