Mon. Oct 27th, 2025
Advertisements

8খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:
রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে সারোয়ার-তামিম গ্রুপের প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারীসহ পাঁচ ‘জঙ্গি’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।
মিজানুর জানান, রাজধানীর দুটি এলাকা থেকে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে দুপুর ১২টায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
মিজানুর আরো জানান, পাঁচ জঙ্গির কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।