খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬:
বলিউডের নায়িকাদের মাঝে দ্বন্দ্বের ইতিহাস নতুন হয়। বিভিন্ন কারণেই অনেকে একে অন্যের মুখটাও দেখতে চান না! দিপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের মধ্যকার দ্বন্দ্বটা বেশ পুরনো। শুধু রুপালি পর্দায় নয়, বাস্তব জীবনের নানা বিষয় নিয়েও দুজনের সম্পর্কটা একেবারেই ভালো নয়। এবার একটি এ্যাওয়ার্ড অনুষ্ঠানেও মুখ দেখাদেখি হয়নি দুই তারকার।
দুজনের মাঝে দ্বন্দ্বের অন্যতম প্রধান বিষয় হছে সাবেক প্রেমিক রানবির কাপুর। দিপিকার সাথে সম্পর্ক থাকাকালীন ক্যাটরিনার সাথে পরকিয়াতে জড়িয়ে পড়েছিলেন রানবির। এরপর থেকেই দুই নায়িকার মাঝে সাপে-নেউলে সম্পর্ক। জানা যায়, ‘লাক্স গোল্ডেন রোজ এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দু’জনই উপস্থিত ছিলেন, তবে কেউ কারো ছায়াও মারাননি!
অনুষ্ঠানে দিপিকা অনেক আগেই এসেছিলেন। ক্যাটরিনা অবশ্য একটু রাত করেই উপস্থিত হন। তবে ক্যাটের আগমনের পরেই দিপিকার মুখে মলিন একটা আভা ভেসে ওঠে বলেই জানা যায়। দু’জনের তিক্ততা এতই গভীরে গিয়েছে যে এক সারিতে বসতেও আপত্তি জানান তারা।
সম্পর্ক শেষ হয়ে গেলেও রানবিরের সাথে বন্ধুত্ব বজায় রেখেছেন দিপিকা। দু’জনকে একসাথে পর্দায় ও দেখা গিয়েছে। ‘তামাশা’ সিনেমাতে তাদের রসায়ন পুরনো দিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। এমনকি রানবিরের সাথে নাইট পার্টিও করেছেন দিপিকা। অন্যদিকে ক্যাটরিনাকে বহুদিন ধরেই দেখা যায়নি সাবেক প্রেমিক রানবিরের সাথে।