Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬:15
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর হাতে নগদ টাকার বড্ড অভাব। তবে তাতে সমস্যা নেই নায়িকার। আসলে পকেটে নয়! ব্যাঙ্কে টাকা থাকলেই চলবে নুসরতের। মিলবে প্রেমও। আহা আমি বলছি না এসব কথা। তাহলে! নিজের মুখেই এমন কথা বলছেন নুসরত জাহান।

তবে খারাপভাবে নেবেন না। খোলসা করে বললেই বুঝবেন নেপথ্যের কাহিনি। সম্প্রতি সামনে এসেছে নুসরত ও অঙ্কুশের আগামী ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’- প্রথম গান ‘সান ডে পার্টি শুরু হোক সোনার সাথে’। সেখানে গানের কলিতে শোনা যাচ্ছে নায়িকার মুখে এমন কথা।
‘জামাই ৪২০’ এরপর আবার পর্দায় ফুটে উঠতে চলেছে অঙ্কুশ-নুসরত রোম্যান্স। তবে ছবির কাহিনি সম্পর্কে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন পরিচালক থেকে নায়ক-নায়িকা। আপাতত জমিয়ে চলছে ছবির শ্যুটিং। খুব শীঘ্রই পর্দা জুড়ে আসতে চলেছে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’।