Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬:75
তাহলে কী ভেঙেই গেল ঘর বাঁধার দীর্ঘদিনের স্বপ্নটা! ব্যাচেলর ডিগ্রিটা কী আর ঘুঁচল না বলিউড তারকা সালমান খানের! এমন হাজারও প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বলিউডপাড়ায়। যে লুলিয়াকে নিয়ে এত কথা, এতদিনে তার হয়তো এবার একটা রফা হলো।

সল্লুর সঙ্গে যে কোনও প্রেমের সম্পর্ক নেই তা এবার স্পষ্টই জানিয়ে দিলেন রোমানিয়ার টেলিভিশন তারকা লুলিয়া ভান্টুর। এর মধ্য দিয়ে ভেস্তে গেল সালমান ভক্তের অনেক দিনের হিসাব নিকাশও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সালমানের সাথে মাঝে মধ্যেই দেখা গেছে লুলিয়াকে। দাবাং তারকার পরিবারের সদস্যদের সঙ্গেও এই উপস্থাপকের অনেক ছবি গণমাধ্যমে এসেছে অনেকবারই। এবার রোমানিয়ায় ফিরে গেলেন লুলিয়া। সেখানেই একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লুলিয়া জানিয়েছেন, সালমানকে বিয়ে করার কোনও ধরনের চিন্তাভাবনা নেই তার।
লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ের আর দেরি নেই- এমন সংবাদও বেরিয়েছে সম্প্রতি। তবে সব ধরনের সর্ম্পকের কথা নাকচ করার পর যেন উল্টে গেল সালমান-লুলিয়া নামক ছোটগল্পটা। এ যেন শেষ হয়েও হলো না শেষ।
বলিউড অভিনেতা সালমানের সঙ্গে দীর্ঘদিনের জানা-শোনার সম্পর্ক লুলিয়ার। বেশ কয়েকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই দুই তারকাকে। সালমানের বোনের বিয়ের অনুষ্ঠানের কয়দিন ধরেই নাকি সেখানেই ছিলেন লুলিয়া। এর মাঝে আবার সালমানের মায়ের সঙ্গেও দেখা গেছে লুলিয়াকে। সবকিছু মিলিয়েই আবহ বলছিল, শিগগিরই সালমানের ঘরে বউ হয়ে উঠবেন রোমানিয়ার এই সুন্দরী।
কিন্তু বেশ কয়েক মাস হল ভারত ছেড়ে রোমানিয়ায় ফিরে গিয়েছেন লুলিয়া। বি-টাউনে অনেকে বলেন ভিসা সমস্যার জন্য নাকি ফিরে গেছেন তিনি। কিন্তু এবার তার সঙ্গে সল্লুর সম্পর্ক নিয়ে মুখ খুললেন লুলিয়া স্বয়ং।
সাক্ষাৎকারে লুলিয়া বলেন, ‘আমার আর সালমানের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। ওকে বিয়েরও কোনও পরিকল্পনা নেই আমার।’
তিনি বলেন, ‘সালমান ওখানে অনেক বডিগার্ড নিয়ে ঘোরে। আমি এটা জানি যে সাধারণ মানুষ ওকে ভালবাসে। কিন্তু ওর সঙ্গে রাস্তায় হাঁটা যায় না, শপিং মলে ঘোরা যায় না বা চার্চে যাওয়াও অসম্ভব। আমি রোমানিয়ায় কোনও বডিগার্ড ছাড়াই অনেক ভাল আছি। অনেক নিরাপদে আছি।’
লুলিয়ার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরই সব পরিষ্কার হয়ে গেছে। সালমানের সঙ্গে তার যে আর কোনও সম্পর্কই নেই তা নিয়ে আর অনিশ্চয়তা নেই বলেই মনে করা হচ্ছে।