Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬: 38
টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১২টা ৩৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে বিদ্যুৎ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম হাবিবুর রহমান মধুর জন্ম রাজশাহীতে। ১৮ বছর বয়সে মঞ্চে তার অভিনয়ের হাতিখড়ি। ১৯৬২ সালে বেতারে এবং ১৯৬৯ সালে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেতার টেলিভিশন ও বড়পর্দায় সক্রিয় থেকে অভিনয় করে গেছেন। ব্যাক্তিজীবনে অভিনয়ের পাশাপাশি শিল্পকলা একাডেমির নাটক বিভাগেও কর্মরত ছিলেন।
শক্তিমান এ অভিনেতা বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে টিভি নাটক ‘হাঁড়কিপটে’। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘স্মাগলার’, ‘পেনশন’, ‘বর্তমান’, ‘সন্তান যখন শত্রু’, ‘চন্দ্রনাথ’ প্রমুখ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিলো নারগিস আক্তার পরিচালিত ‘পৌষ মাসের পিরীতি’।