Tue. Sep 16th, 2025
Advertisements

1kখোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আওয়ামী লীগের ধারাবাহিকতায় জনগণ এখন অন্তত বুঝতে পেরেছে, সরকারের কাজই জনসেবা করা।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’র অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। পরে সাত বছর সেই ধারা ব্যাহত হয়। তবে আওয়ামী লীগের কাজের ফলশ্র“তিতেই জনগণ বুঝতে পেরেছিল সরকারের কাজই তাদের সেবা করা।
তিনি বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের সুযোগ বৃদ্ধির জন্যও আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়ার জন্য সহযোগিতার এ ধারা অব্যাহত রয়েছে।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের জন্য আইন ও বিধিমালা প্রণয়নসহ তাদের অধিকার আদায়ে সহায়তা করছে সরকার। এমনকি শিক্ষা নীতিমালাতেও প্রতিবন্ধীদের অধিকারের বিষয়টি উঠে এসেছে।