Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: দীর্ঘ ১৯ বছর পর আবারও তামিল সিনেমায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে। ধানুশ অভিনীত ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েলে এতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
সুপারহিট তামিল সিনেমা ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েল নির্মাণ করবেন নির্মাতা সৌন্দর্য্য রজনীকান্ত। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, এ সিনেমায় বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করবেন।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’ বা ‘ভিআইপি টু’ সিনেমায় অভিনয় করবেন দিলওয়ালে খ্যাত অভিনেত্রী কাজল দেবগন। এতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে এ বিষয়ে পরিচালক ও কাজল কেউ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
ধানুশ অভিনীত এ সিক্যুয়েলে অভিনয়ের জন্য কাজল যদি সম্মতি জানান তবে দীর্ঘ ১৯ বছর পর তামিল সিনেমায় দেখা যাবে তাকে। কাজল অভিনীত সর্বশেষ তামিল সিনেমা ‘মিনসারা কানাভু’। রোমান্টিক ঘরানার এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমাটি।