Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬:34
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার সঙ্গে জুটি বেঁধে বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি।

‘এক জবান’, ‘বাজারের কুলি’র মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এই জুটি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তারা। তবে ডিপজলের অনুরোধে আবারো চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন রেসি।
ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে কয়েকটি সিনেমায় কাজ করেছেন রেসি। কিছুদিন আগে রেসি কন্যা সন্তানের মা হয়েছেন, এজন্য বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী।
এদিকে মনোয়ার হোসেন ডিপজল বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন। আগামী বছরের শুরুর দিকে এসব সিনেমার কাজ শুরু করবেন। এ সিনেমায় তার নায়িকা হিসেবে রেসিকেই নেয়ার পরিকল্পনা করেছেন তিনি। সম্প্রতি রেসিকে এসব সিনেমায় অভিনয়ের প্রস্তাবও দিয়েছেন ডিপজল। এদিকে বিষয়টি নিয়ে ভাবছেন রেসি। তবে কিছুটা দ্বিধায় রয়েছেন বলেও জানিয়েছেন রেসি।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘ডিপজল সাহেবের অনুরোধেই আবার চলচ্চিত্রের কাজ শুরু করেছি। তার প্রজেক্টগুলো একটু দেরি হচ্ছিল বলে মাঝে কয়েকটি সিনেমার কাজ করেছি। এখন তার সিনেমার সকল প্রস্তুতি শেষ হয়েছে, শুধু শুটিংয়ের অপেক্ষা। কিন্তু আমি অভিনয়ের জন্য পুরোপুরি ফিট নই। আগামী মার্চ থেকে অভিনয় শুরু করতে পারব।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি ডিপজল সাহেব আমাকে ফোন করে তার সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। তিনি নতুন বছরের শুরুতেই কাজ শুরু করবেন। তাই ভাবছি কি করব। এখনো তাকে চূড়ান্ত কিছু জানাইনি। তবে কাজগুলো করার ইচ্ছে আছে। কারণ তিনি যে ধরণের গল্পের সিনেমা নির্মাণ করেন আমি ওই ধরণের গল্পে কাজ করতে অভ্যস্ত।’
‘সতী কমলা’সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। ডিপজল অভিনীত সর্বশেষ জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ শিরোনামের সিনেমাটি গতবছরে মুক্তি পায়।
মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন । রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’শিরোনামের সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রুবেল।