Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬:4
বাংলা চলচ্চিত্রের অ্যাকশন প্রবর্তক হিরো হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন প্রয়াত নায়ক জসিম। ভিলেন হয়েই তার আবির্ভাব ঘটেছিল রুপালি পর্দায়। তবে নায়ক হয়ে তিনি জয় করেছেন কোটি দর্শকের মন।

আজও কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। এখনো টেলিভিশনে জসিমের চলচ্চিত্র প্রচার হলে আগ্রহ নিয়ে দেখেন দর্শক। অকাল প্রয়াত এই কিংবদন্তিকে স্মরণ করতে এবং তার কর্মকে উজ্জ্বল করে রাখতে গেল বছর গড়ে উঠেছিল ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি।
এ একাডেমির উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) প্রথমবারের মতো বসতে যাচ্ছে জসীম উৎসব। জসিম উৎসব আয়োজন করা হয়েছে এফডিসির বীর মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে (০২ নম্বর ফ্লোর)। এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে জসিম স্মৃতি একাডেমি নিয়েছে নানা প্রস্তুতি।
জসিম স্মৃতি একাডেমির সোহেল রানা বলেন, ‘উৎসব শুরু হবে বিকেল ৫টায়। তারপর আমন্ত্রিত সবাই আমন্ত্রণপত্র দেখিয়ে স্থলে প্রবেশ করবেন। এটি তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে চলচ্চিত্রে জসিমের অবদান ও স্বাধীনতা যুদ্ধে তার অবদান নিয়ে আলোচনা করা হবে। তারপর তার সম্মানে ক্রেস্ট প্রদান করা হবে। এবং সবশেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।’
তিনি আরো বলেন, ‘জসিম স্মৃতি সংসদের পক্ষ থেকে চলচ্চিত্রে সব শ্রেণির মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। তারা সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন আবদুল জব্বার, ফকির আলমগীর, প্রতীক হাসান ও পড়শী।’
প্রথমবারের মতো জসিম উৎসবের সভাপতিত্ব করবেন জসিমের সহধর্মিণী নাসরিন জসিম। অনুষ্ঠানে গান গাইবেন জসিমের পুত্র রাহুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমবায় ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা। অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা।