Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: ব্যক্তি জীবনে শাকিব অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রাজধানী ঢাকার উত্তরার একটি কমিউনিউটি সেন্টারে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে বিয়ে হচ্ছে এই নায়িকার। পাত্র যশোরের ছেলে তন্ময় বিশ্বাস।

তিনি পেশায় এজজন আইটি বিশেষজ্ঞ। স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনই এক চমকপ্রদ খবর জানালেন ‘সত্তা’ চলচ্চিত্রের চরিত্রাভিনেতা জিতু নোটা। তিনি অপুর হবু স্বামী তন্ময়ের বন্ধুও বলে জানা গেছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জিতু নিজের ফেসবুক ওয়ালে তন্ময় ও অপুর ছবি পোস্ট দিয়ে ক্যাপশন স্ট্যাটাসে লেখেন, ‘শাকিব খান নয়, তন্ময় বিশ্বাসকে বিয়ে করছেন অপু বিশ্বাস। আজ রাতে ঢাকার এক হোটেলে দুই পরিবার একসাথে তাদের বিয়েতে থাকবেন বলে জানান অপু।’
ধঢ়ঁ সধৎৎধমব নফহবংি২৪ঁং
স্ট্যাটাসটি কিছুক্ষণ পর ফেসবুক থেকে সরিয়ে দেন জিতু। পরে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘অপু বিশ্বাসের বিয়ের ঘটনা সত্যি। আজ বুধবার রাতেই (১৪ ডিসেম্বর) যশোরের ছেলে তন্ময় বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হবে।’
জিতু বলেন, ‘তন্ময় সম্পূর্ণই শোবিজের বাইরের মানুষ। অপু বিশ্বাসের অন্ধ ভক্ত তিনি। ব্যক্তিগত চেষ্টায় অপুর সঙ্গে যোগাযোগ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি দুজনের পরিবারে জানাজানি হলে তারা সম্মতি দেন এবং বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
অপু বিশ্বাস সম্প্রতি ভারতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে খবর রটেছে। এইসব তন্ময় জানেন কি না জানতে চাইলে জিতু বলেন, ‘সবই মিথ্যে গুজব। অপু বিশ্বাসের কোনো সন্তান হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানকে নিয়ে যতো গল্প সেগুলোও সাজানো। অপু বিশ্বাস বাংলাদেশেই আছেন। আজ রাতেই সব প্রমাণ পেয়ে যাবেন সবাই।’