খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬:
কঙ্গনা রানাউত অভিনয় ছাড়াও নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার নতুন করে তিনি আলোচনায় এসেছেন। অনভিপ্রেতভাবে শরীরের গোপন অংশ প্রকাশ্যে উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে।
একটি ফ্যাশান শো চলাকালীন দর্শকদের সামনেই পরণের পোশাকের বিশ্বাসঘাতকতায় এমনভাবে উন্মুক্ত হল কঙ্গনার শরীর যে, উপস্থিত দর্শকরা রীতিমতো চমকে উঠলেন। দিন কয়েক আগে ব্রেন্ডার্স প্রাইড ফ্যাশন উইকে মণীশ অরোরার শোয়ের শেষে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন কঙ্গনা। কঙ্গনার পরণে ছিল মণীশ অরোরার ডিজাইন করা লেহেঙ্গা-চোলি। সবুজ চোলি এবং নানা বর্ণে রঞ্জিত লেহেঙ্গায় অসাধারণ লাগছিল কঙ্গনাকে। কিন্তু সেদিন পোশাকটি পরার ক্ষেত্রে একটু ভুল করে ফেলেছিলেন কঙ্গনা। আসলে কঙ্গনা যে চোলিটি পরেছিলেন, সেটি ছিল বেশ টাইট। কঙ্গনার শরীরের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্টে লেগে ছিল চোলিটি।
র্যাম্পে হেঁটে কঙ্গনা দর্শকদের দিকে এগিয়ে আসতেই বোঝা যায়, কঙ্গনা চোলির নীচে কোনও অন্তর্বাস পরেননি। আর তাতেই ঘটে বিপত্তি। পোশাক ভেদ করে স্পষ্ট হয়ে ওঠে কঙ্গনার স্তনবৃন্ত। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। মিডিয়া ফোটোগ্রাফাররা সুযোগ হাতছাড়া করেননি। তাঁরা মোক্ষম সময়ে তুলে নেন কঙ্গনার ক্লোজ-আপ ছবি, যেসব ছবিতে স্পষ্টভাবে ফুটে ওঠে কঙ্গনার গোপন অংশ। এই সংক্রান্ত ছবি ও ভিডিও মিডিয়ায় প্রচার হওয়ার পর থেকেই এই নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে।