Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74দীর্ঘদিন বলিউডের বাইরে ‘জলেবি বাই’ খ্যাত মল্লিকা সেরেওয়াত। কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেই যে তিনি গেছেন আর দেশে ফেরেননি।

গুঞ্জন ওঠেছে, এরই মধ্যে মল্লিকা বিয়ে করেছেন তার ফরাসী বয়ফ্রেন্ড সিরিল অক্সেনফ্যানসকে।
মুম্বাইয়ের একটি সংবাদপত্রে বলা হয়েছে, উৎসব শেষে তারা বিয়ে করেন। এরপর তারা সংসারও শুরু করেছেন।
শুধু তাই নয়, পার্টনারকে মুগ্ধ করতে ফ্রেঞ্চ কুকিংও শিখছেন মল্লিকা। এজন্য ভর্তি হয়েছেন একটি কুকিং ক্লাসে।
সিরিল প্যারিসের একজন নামজাদা রিয়েল এস্টেট ব্যবসায়ী। প্যারিসেই সাক্ষাৎ, ওখানেই প্রেম।
এরপর ইনস্টাগ্রামে সিরিলের সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করেন মল্লিকা। অবশেষে তারা বিয়ে করলেন।
ইতিমধ্যে ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকের কাছ থেকে দামি গাড়িও উপহার পেয়েছেন মল্লিকা।